Music

Shahed – Ruksana

প্রথম চিঠি
প্রথম চুম্বন
প্রথম হাত ধরা
প্রথম আলিঙ্গন
প্রথম কান্না
প্রথম আনন্দ
প্রথম দীর্ঘশ্বাস
প্রথম উল্লাস
প্রথম বুঝতে পারা জীবনের মানে
প্রথম চিনতে পারা নিজেকে নিজে
প্রথম দেখতে পাওয়া ভালোবাসা কি
প্রথম বুঝে ফেলা প্রেমে পড়েছি
রুকসানা রুকসানা রুকসানা রুকসানা
নববর্ষের তুমুল উৎসবে
ঈদের দিনের ফাঁকা শহরে
অঝোর বৃস্টি ঝলমলে রোদে
আগুন আজ এলো সব ফুল ফুটিয়ে
হিলারি তেঞ্জিনের পাহাড়ে চড়ার পরা
আসলে সেই কিশোরের তোমাকেই খোঁজা
পকেট ভর্তি টাকা হাসি আর গানে
সাহেদ রুকসানার প্রেম চলছে চুটিয়ে
রুকসানা রুকসানা রুকসানা রুকসানা
ছোট্ট টি স্টলের পাঁচ কাপ চায়ে
নিসার বলা সাহেবের মিথ্যা গল্পতে
টেলিফোনের সবনা আমায় চিনতে কি পারো
চিনতে যদি পেরেই থাকো ঘেন্নাই আমায় করো
উনিশ শ পঁচাত্তর ব্যার্থ ভালোবাসা
সমস্যা আছে তোমার নাম বলতে পারবনা
দারুণ সুন্দরী
তুমি আবেগের তোড়ে
আমার মত আহাম্মকের পড়েছিলে প্রেমে
সাইকো সম্পর্ক তোমার আমার ছিলো জানি কেমন
এই ভালোবাসাটা জীবনে রহস্যই রয়ে গেল
এক কথায় নিপা তুমি জীবন দিতে পারতে
সেই তুমিও হারিয়ে গেলে কানাডার বরফে
কি লাভ বল আর এই লিস্ট লম্বা করে
সাহেদ মহা সুখে আছে রুকসানার প্রেমে
রুকসানা রুকসানা রুকসানা রুকসানা…

Leave a Reply